নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা : কুমিল্লা চৌদ্দগ্রামে জামায়াত ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার সকাল সোয়া ১০টার দিকে উপজেলা সদরে জামায়াত নেতা কামারুজ্জামানের রায় বহালের প্রতিবাদে মিছিল বের করলে এ ঘটনা ঘটে। এ সময় পুলিশ অন্তত ২০-২৫ রাউন্ড সর্ট গানের গুলি ছুঁড়ে। এতে জামায়াত শিবিরের ৭ নেতাকর্মী আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করে। তবে জামায়াত শিবির জানিয়েছে আটকরা তাদের নেতাকর্মী নন।

স্থানীয় সূত্রে জানা যায়, জামায়াতের শীর্ষ নেতা কামারুজ্জামানের রায় বহালের প্রতিবাদে নেতাকর্মীরা চৌদ্দগ্রাম বাজারে মিছিল বের করে। এসময় পুলিশ তাদের বাধা দিলে কর্মীরা পুলিশের উপর চড়াও হয়। এই সময় পুলিশ জামায়াত শিবিরের নেতাকর্মীদের লক্ষ্য করে অন্তত ২০-২৫ রাউন্ড গুলি ছুঁড়ে। এসময় জামায়াত শিবির নেতাকর্মীরাও পুলিশকে লক্ষ্যকরে ১৫টিরও অধিক ককটেল বিষ্ফোরণ ঘটায়। মুহূর্তের মধ্যেই চৌদ্দগ্রাম বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দিক বিদিক ছুটাছুটি করে সাধারণ মানুষ। খবর পেয়ে চৌদ্দগ্রাম উপজেলায় মোতায়ন করা বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে।

এবিষয়ে চৌদ্দগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার চক্রবর্তী জানান, জামায়াত শিবির নেতাকর্মীরা চৌদ্দগ্রাম উপজেলা সদরে বিক্ষোভ মিছিল বের করে। এসময় তারা মিছিল থেকে ককটেল বিষ্ফোরণ ঘটায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে তারা পুলিশের উপর হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ২০ রাউন্ড সর্ট গানের গুলি ছুঁড়ে। এসময় ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করা হয়েছে। যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রশিবির সভাপতি মো.শাহাব উদ্দিন পাটোয়ারী জানান, জামায়াত নেতা কামারুজ্জামানের রায় বহালের প্রতিবাদে মিছিল বের করলে পুলিশ আমাদের উপর হামলা চালায়। এসময় অন্তত ২০-২৫ রাউন্ড গুলি ছুঁড়ে। এতে আমাদের ৭ নেতাকর্মী আহত হয়। তাদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

(এইচকেজে/এএস/নভেম্বর ০৩, ২০১৪)