গৌরনদীতে তিন যুবলীগ কর্মীকে কুপিয়ে জখম

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের গৌরনদীতে মোটরসাইকেলের গতিরোধ করে তিন যুবলীগ কর্মীকে কুপিয়ে গুরুত্বর জখম করার অভিযোগ পাওয়া গেছে। আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা ও পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত যুবলীগ কর্মীরা হলেন- উপজেলার কসবা এলাকার রায়হান ফকির, কাওসার ও ইমাদ খাঁন। হেলমেট পরিহিত একদল দূর্বৃত্ত্ব বুধবার বিকেলে উপজেলার বড় কসবা গ্রামের আল্লাহর মসজিদ এলাকায় এ ঘটনা ঘটিয়েছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
স্থানীয়রা জানান, টরকী বন্দর এলাকায় দীর্ঘদিন থেকে যুবলীগ নেতা রাসেদ হাওলাদারের সাথে একই দলের রায়হান ও কাওসারসহ তাদের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছে। ওই বিরোধের জেরধরে ঘটনাটি ঘটতে পারে।
গৌরনদী মডেল থানার ওসি মো. আফজাল হোসেন বলেন, এঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। তবে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
(টিবি/এসপি/সেপ্টেম্বর ২৮, ২০২৩)