মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : মৌলভীবাজারে খেলাফত মজলিসের কেন্দ্রীয় মহাসচিব ও কারাবন্দি আলেম মাওলানা মামুনুল হক এর মুক্তি চেয়ে সমাবেশ করেছেন দলটির নেতাকর্মীরা। তাদের অভিযোগ সরকার অন্যায়ভাবে মামুনুল হকসহ আলেমদের কারাগারে বন্দি রেখেছে। 

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বিকালে খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখা আয়োজিত শহরের পৌর জনমিলন কেন্দ্রে নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন, দলের মহাসচিব মাওলানা মামুনুল হকসহ আলেমদের মুক্তি ও দ্রব্যমুল্যের উর্ধবগতি রোধের দাবীতে জেলা সমাবেশের আয়োজন করে দলটি।

খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মুফতী হাবিবুর রহমান কাসেমী’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতী হিফজুর রহমান হেলাল এর সঞ্চালনায় জেলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দলটির কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল আজীজ, কেন্দ্রীয় শ্রমিক মজলিসের আহবায়ক মুফতী শরাফত শরাফত হোসাইন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা, হবিগঞ্জ জেলা সভাপতি মাওলানা আব্দুল্লাহ আকিলপুরী সিলেট মহানগরের সভাপতি গাজী রহমতুল্লাহ, মৌলভীবাজার জেলা শাখার সহসভাপতি মুফতী হাবিবুর রহমান শামিম, সহসভাপতি আবুল কালাম, যুগ্ম সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন ও পৌর শাখার সভাপতি মাওলানা লুৎপুর রহমান কামালী প্রমুখ।

সমাবেশে যোগ দেন সদর উপজেলার বিভিন্ন কওমী মাদ্রাসার ছাত্রÑশিক্ষক, বিভিন্ন উপজেলা থেকে আসা নেতাকর্মীসহ জেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। সমাবেশ শেষে শহরের কোর্ট রোড থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

(একে/এসপি/সেপ্টেম্বর ২৮, ২০২৩)