মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের কালকিনি উপজেলার ডাসার থানার দর্শনা গ্রামের সেতুপালকে (২২) যৌতুকের টাকা না পেয়ে স্বামী, শাশুড়ি ও শ্বশুর বাড়ির লোকজন মিলে হত্যার অভিযোগ এনে তাদের বিচার ও দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে গ্রামের সাধারণ মানুষ ও আত্মীয়-স্বজন। সোমবার সকালে দর্শনা বাজারের সামনে সহস্রাধিক গ্রামবাসী ও স্কুল কলেজের শিক্ষার্থীরা এই মানববন্ধন কর্মসূচীতে অংশগ্রহণ করে।

বিক্ষোভকারীরা জানায়, ডাসারের পূর্ব দর্শনা গ্রামের সুবির দাসের মেয়ে সেতুপালকে ৩ লক্ষাধিক টাকার মালামাল ও নগদ টাকা নিয়ে বিয়ে করে একই গ্রামের লক্ষণ পালের বখাটে ছেলে রনজিৎ পাল অংকুর। বিয়ের পর থেকেই আরো যৌতুক দাবি করে স্বামী, শাশুড়ি ও শ্বশুরবাড়ির লোকজন। ঐ গৃহবধু টাকা দিতে না পারায় তার শ্বশুরবাড়ির লোকজন অমানুষিক নির্যাতন চালায়। ঐ নির্যাতন সইতে না পেরে সে কয়েক দফা বাবার বাড়ি পালিয়ে আসে। সর্বশেষ আত্মীয় স্বজনদের অনুরোধে স্বামীর বাড়িতে আসলে গত ৩০ এপ্রিল সন্ধ্যায় তাকে বেদম মারধর করা হয়। এসময় গৃহবধূ সেতুপালের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ফেলে রেখে বাড়ির লোকজন পালিয়ে যায়।

খবর পেয়ে মেয়ের বাবা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে আসলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করে। এই ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে স্বামী রনজিৎ পাল অংকুর, ভাসুর বাপ্পি পাল, শশুর লক্ষণ পাল, শাশুড়ি গীতা পালসহ ৯জনকে আসামী করে ডাসার থানায় মামলা করা হয়। দীর্ঘদিন পার হলেও পুলিশ কাউকেই গ্রেফতার করেনি। অপরদিকে আসামীরা মামলা তুলে নেয়ার জন্য নিহতের পরিবারকে নানাভাবে হুমকি দিয়ে আসছে।

এই ঘটনায় সোমবার সকালে ঐ গ্রামের সাধারণ মানুষ, আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা আসামীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমদাদুল হক জানান, আসামীদের ধরতে সবধরণের চেষ্টা চলছে।

(এএসএ/এএস/নভেম্বর ০৩, ২০১৪)