স্টাফ রিপোর্টার : রাজধানীর কল্যাণপুরের ১ নম্বর বস্তিতে অতিরিক্ত মদপানে তিনজনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার সকালের দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান,অতিরিক্ত মদপান করে রিপন,বাবলু ও সাগর নামে তিনজন মারা গেছেন। তবে মিরপুর মডেল থানা পুলিশ রিপন নামে একজন মারা গেছেন বলে স্বীকার করেছে।

মিরপুর মডেল থানার ওসি সালাউদ্দিন বলেন,‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ পর্যন্ত আমরা একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছি।’

(ওএস/এটিআর/নভেম্বর ০৩, ২০১৪)