শাহ্ আলম শাহী, দিনাজপুর : 'চ্যানেল আই ২৫ উচ্ছ্বাস-লাল সবুজের বিশ্বাস' এই স্লোগানে দিনাজপুরে জমকালো আয়োজনে উদযাপিত হয়েছে চ্যানেল আই'র জন্মদিন অনুষ্ঠান।

৩০ সেপ্টেম্বর মধ্যরাত শেষে ১লা অক্টোবর রাত ১২ টা এক মিনিটে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে ২৫ পাউন্ড এর কেক কেটে চ্যানেল আই'র ২৫ তম বছরে পদার্পণ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
এরপর অনুষ্ঠিত হয় আলোচনা সভা। আলোচনা সভা শেষে রাতব্যাপি চলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। নেচে-গেয়ে আনন্দ-উল্লাসে মেতে উঠে সকলে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,বৃহত্তর দিনাজপুরের সংসদ সদস্য এডভোকেট জাকিয়া তাবাসসুম জুঁই। আমার চ্যানেল আই দর্শক ফোরাম-দিনাজপুরের ভারপ্রাপ্ত সভাপতি এসএম খালেকুজ্জামান রাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, দিনাজপুর চেম্বার অব কমার্স এর সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরুপ বকসী বাচ্চু, সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, মুক্তিযোদ্ধা সাইদুল ইসলাম, দিনাজপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান মাইকেল,সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুন-উর-রশীদ রাজা, দিনাজপুর জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক জহির শাহ ও জেলা শিল্প,কলা একাডেমির কালচারাল অফিসার মিনারা পারভীন ডালিয়া।

বিশিষ্ট ধারাভাষ্যকার হারুন-উর-রশীদের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে সাগত বক্তব্য রাখেন,চ্যানেল আইয়ের স্টাফ রিপোর্টার শাহ্ আলম শাহী।

অনুষ্ঠানে আমার চ্যানেল আই দর্শক ফোরাম- দিনাজপুরের যুগ্মসাধারণ সম্পাদক এম এ কুদ্দুস,যুগ্ম সাধারণ সম্পাদক মিনারুল ইসলাম মিনার, প্রকৃতি ও জীবন ক্লাব-দিনাজপুরের সিনিয়র সহ-সভাপতি শামীম শেখ, সাধারণ সম্পাদক সৈয়দ সায়েম হোসেন, মুকিদ হায়দার শিপন, দিনাজপুর উদ্যোক্তা বর্গের মডেরেটর এলিন, শিক্ষা অফিসার সাইফুল ইসলাম প্রামানিক, শিক্ষাবিদ কবির হোসেন স্যার, দিনাজপুর এক্সপ্রেস পত্রিকার সম্পাদক বাবু আহমেদ বাব্বা, সাংবাদিক প্রশান্ত জুন, উদ্যোক্তা রাকিব হাসান, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, কণ্ঠশিল্পী সাদেকুল ইসলাম স্বাধীন সহ অন্যরা বক্তব্য রাখেন।

গান পরিবেশন করেন, বাংলাদেশ জাতীয় চারণ কবি সংঘের সভাপতি বিশিষ্ট কন্ঠ শিল্পী কবিয়াল এমএ কুদ্দুস সরকার বৈদেশিক, প্রশান্ত রায়, সুমি, মাসুদা, এসআই স্বাধীন, শাহী, মখলেস, মামুন, জুয়েল প্রমুখ।

(এস/এসপি/অক্টোবর ০১, ২০২৩)