অরিত্র কুণ্ডু, ঝিনাইদহ : ঝিনাইদহ শহরের আরাপপুর রাবেয়া ক্লিনিকে অভিযান চালিয়েছে র‌্যাব। গতকাল শনিবার বিকালে একজন নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে সিভিল সার্জনের প্রতিনিধির উপস্থিতিতে র‌্যাব এই অভিযান চালায়।

অভিযানের সময় রাবেয়া ক্লিনিকের মালিক মেহেদী হাসানকে এক লাখ টাকা জরিমানা আদায় করেন। র‌্যাবের পক্ষে নেতৃত্ব দেন ঝিনাইদহ র‌্যাবের কোম্পানী কমাণ্ডার স্কোয়াড্রন লিডার ইসতিয়াক হোসাইন। এ সময় ঝিনাইদহ জেলা প্রশাসনের নির্বাহী মাজিষ্ট্রেট এস এম নুরুন্নবী উপস্থিত ছিলেন।

র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ধীর্ঘদিন ধরে রাবেয়া ক্লিনিক এন্ড ডায়াগনোষ্টিক সেন্টারে অপরিষ্কার ও অপরিচ্ছন্ন পরিবেশে চিকিৎসা সেবা প্রদান করে আসছিল। তারা মেয়াদোত্তীর্ণ রক্ত, গজ, ব্যাণ্ডেজ এবং বিভিন্ন চিকিৎসার সরঞ্জামাদি ব্যবহার ও বিক্রয় করতো। ফলে জনসাধারনের স্বাস্থ্য নিরাপত্তা হুমকির মুখে পড়ে। র‌্যাব গোপন সূত্রে খবর পেয়ে এই অভিযান পরিচালনা করে।

(একে/এসপি/অক্টোবর ০১, ২০২৩)