অরিত্র কুণ্ডু, ঝিনাইদহ : ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ফেনসিডিলের চালানসহ দুই কারবারিকে আটক করেছে পুলিশ।

সোমবার (২ অক্টোবর) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার আজিম উল আহসান।

আটককৃতরা হলেন, যশোর জেলার কোতয়ালী থানার বসুন্দিয়া গ্রামের মালেক মোড়লের ছেলে মাসুম মোড়ল (৩৫) ও একই জেলার শার্মা উপজেলার পশ্চিমকোট গ্রামের তাইজেল গাজীর ছেলে ইমরান নাজির (২৪)।

পুলিশ সুপার বলেন, গতকাল বিকাল ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি ভারত থেকে পিকআপে ভরে ফেন্সিডিলের একটি চালান আসছে। সে সময় মহেশপুর উপজেলার দত্তনগর পুলিশ ক্যাম্পের সদস্যরা শ্যামকুড় ইউনিয়নের গুড়দাহ বাজারে চেকপোষ্ট স্থাপন করে। এরপর তারা দেখতে পায় সাদা রঙের একটি মাইক্রোবাস আসছে। সন্দেহ হলে তারা পিকআপটির গতিরোধ করে। এরপর আসামীরা পিকআপ থেকে নেমে দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে তাদেরকে ধরা হয়। পরবর্তীতে গাড়ি তল্লাসি করে ৪০৬ বোতল ভারতীয় ফেন্সিডিলের ৩টি বস্তা তারা উদ্ধার করে। যার আনুমানিক বাজারমূল্য প্রয়ায় ১৫ লাখ টাকা। সেখানে দুইজনকে আটক করা হয়।

তিনি আরো জানান, এ ব্যাপারে স্থানীয় থানায় মাদক আইনে মামলা দায়ের করে আসামীদের আদালতে প্রেরণ করা হবে।

(একে/এসপি/অক্টোবর ০২, ২০২৩)