স্টাফ রিপোর্টার : মঙ্গলে যাবে বাংলাদেশ! টিম এন্টারপ্রেনিউরের এ কথা শুনে থমকে দাঁড়াবে যে কেউ। কিন্তু থেমে নেই তরুণরা। রোবট, রকেট, রোভার বানানোর প্রচেষ্টায় যেন তাদের ফুঁসরত নেই। স্বপ্নবাজ এ তরুণরা মঙ্গলজয় করে সেখানে একটি স্থানে ‘বাংলাদেশ’ নামে দিতে চান। সেই স্বপ্ন নিয়ে শুরু হলো- ‘চলো বাংলাদেশ একসাথে’।

সোমবার (২ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর হোটেল দ্য ওয়েস্টিনের বলরুমে আয়োজিত অনুষ্ঠানে এ ক্যাম্পেইন শুরু করে গ্রামীণফোন। অনুষ্ঠানে চলো বাংলাদেশের নতুন থিম সং প্রকাশ করা হয়।

ভিডিও বার্তায় এ যাত্রায় বাংলাদেশের তারুণ্যের সম্ভাবনার জয় হবে বলে প্রত্যাশার কথা জানান গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের চিফ বিজনেস অফিসার ড. আসিফ নাইমুর রশিদ, হেড অব মার্কেটিং ফারহা নাজ জামান প্রমুখ।

ক্যাম্পেইনে আয়োজকরা জানান, তরুণদের অদম্য চেতনায় এগিয়ে যাওয়ার অনন্য যাত্রার উদযাপনে চলো বাংলাদেশ একসঙ্গে ক্যাম্পেইন নিয়ে এসেছে গ্রামীণফোন। একটি শব্দের চেয়েও বেশি ‘চলো বাংলাদেশ’। দীর্ঘকাল ধরে লাখ লাখ বাংলাদেশির জন্য আশার আলো এবং প্রকৃত অনুপ্রেরণার উৎস। অর্থবহ আইকনিক এ গানটি যেন আমাদের জাতীয় চেতনাকেই তুলে ধরে।

তারা আরও জানান, কিছু দিন পরই শুরু হতে যাচ্ছে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ। ‘চলো বাংলাদেশ’-এর শক্তিকে কাজে লাগিয়ে দেশের তরুণদের আরও ভালো কিছু করতে অনুপ্রাণিত করবে। পাশাপাশি চলো বাংলাদেশ ক্যাম্পেইনে ভক্তদের জন্য থাকছে বিভিন্ন আকর্ষণীয় কার্যক্রম। এর মধ্যে রয়েছে জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম র্যাবিটহোলে বিশ্বকাপের ম্যাচগুলোর লাইভ দেখার সুযোগ। ক্যাম্পেইনের অন্যতম আকর্ষণ ‘চলো বাংলাদেশ প্যাক’। মাইজিপি অ্যাপের মাধ্যমে গ্রাহকরা দুর্দান্ত এ ইন্টারনেট প্যাকটি উপভোগ করতে পারবেন। ফলে ক্রিকেট বিশ্বকাপের উন্মাদনা উপভোগে করতে পারবেন দেশের প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারীরাও।

গ্রামীণফোনের চিফ বিজনেস অফিসার আসিফ নাইমুর রশিদ বলেন, গ্রামীণফোন গ্রাহক কেন্দ্রিক ব্র্যান্ড। গ্রাহকদের সেবাদানে আমরা অঙ্গীকারবদ্ধ। সেটা শক্তিশালী নেটওয়ার্ক ও দ্রুতগতির ইন্টারনেট নিশ্চিত করা কিংবা তার চেয়েও বেশি কিছু। গ্রামীণফোনে আমাদের লক্ষ্য সবাইকে অনুপ্রাণিত করা। এজন্য চলো বাংলাদেশ ক্যাম্পেইনের মাধ্যমে আমরা সম্ভাবনাময় তরুনদের নতুন যাত্রা শুরু করার জন্য আহ্বান জানাচ্ছি।

মিনহাজের অনলাইন ক্রিকেট কোচিংয়ের মতো কনটেন্টগুলো বিশ্বে ফ্রিল্যান্সিংয়ে দ্বিতীয় বাংলাদেশের ‘মানুষ, সমৃদ্ধি ও অফুরন্ত সম্ভাবনার গল্প’ বলে জানালেন হেড অব মর্কেটিং ফারহা নাজ জামান। তিনি বললেন, তর্কে-বিতর্কে, আনন্দ-হতাশায় ক্রিকেট যেভাবে বাংলাদেশকে একবৃত্তে বেঁধেছে, এবার আমরা ক্রিকেট ছাড়িয়ে মহাকাশ জয়ের মিশনে ছড়িয়ে পড়তে চাই।

চলো বাংলাদেশের লাইফস্টাইল অফার নিয়ে এরই মধ্যে গ্রামীণফোন ফেব্রিলাইফ, আর্টিসান, সুজুকি, অ্যাপেক্স, খাজানা মিঠাই, তাবাক, মাস্টারকার্ড, পাঠাও, শেয়ারট্রিপ, ডিসকভারি, শাওমি, ওয়ালটন, র্যাংগসের সঙ্গে সমঝোতা চুক্তি করেছে। অনুষ্ঠানে অংশীদার প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে চুক্তির স্মারক তুলে দেনে গ্রামীণফোনের হেড অব কমিউনিকেশন শরফুদ্দিন আহমেদ।

(ওএস/এসপি/অক্টোবর ০২, ২০২৩)