স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ : ঝিনাইদহের একটি মন্দিরে শারদীয় দুর্গাপূজার জন্য নির্মাণাধীন প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৩ অক্টোবর) দিবাগত রাতে ১২টা থেকে ১টার মধ্যে কোনো এক সময় জেলার সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের পোড়াহাটি গ্রামের বারোইপাড়া সার্বজনীন দুর্গা মন্দিরের এ ঘটনা ঘটে। এ সময় পাঁচটি প্রতিমার বিভিন্ন অংশ ভেঙে রেখে যায় দুর্বৃত্তরা।

মন্দির কমিটির সাধারণ সম্পাদক মিলন কুমার কুণ্ডু জানান, আর মাত্র ২০ দিন পরেই আামাদের সবচেয়ে বড় উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষ্যে মন্দিরে প্রতিমা তৈরির কাজ চলছে। মন্দির কমিটির স্বেচ্ছাসেবকরা রাতে জেগে পাহারাও দিচ্ছে। গত রাতে যখন তারা খেতে যায় এই সুযোগে কে বা কারা মন্দিরে ঢুকে বিভিন্ন প্রতিমার কোনটির হাত, কোনটির পা, আবার কোনটির মাথা ভেঙে পালিয়ে যায়। তবে দূর্গা প্রতিমার কোন অংশ ক্ষতিগ্রস্থ হয়নি । সকালের দিকে ঘটনা জানাজানি হলে পুলিশকে খবর দেয়া হয় ।

তিনি আরও জানান, এমনই ঘটনা এর আগেও এই মন্দিরে ঘটেছিল কয়েক বছর আগে। সে প্রসঙ্গে সদর থানায় জিডিও করা রয়েছে । তবে আগের ঘটনারও কোন সুরাহা হয়নি। আমাদের মন্দির কমিটি বা এলাকাবাসীদের সাথে কোন সমস্যা বা ঝামেলা নেই বলেও জানান তিনি।

ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ সুপার, ক্রাইম সিন ইনভেষ্টিগেশন সেল, পিবিআই, র‍্যাবসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা ইতোমধ্যে পরিদর্শন করেছেন। খুব দ্রুতই বিষয়টি সনাক্ত করে অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

(একে/এসপি/অক্টোবর ০৩, ২০২৩)