জকিগঞ্জ প্রতিনিধি : আপিল বিভাগে জামায়াত নেতা কামরুজ্জামানের মৃত্যুদন্ড বহাল রাখার প্রতিবাদে গতকাল সন্ধ্যার সময় জকিগঞ্জ পৌর শহরে শিবির কর্মীরা লাঠি মিছিল করে। মিছিলটি বাসষ্ট্রান্ডে গিয়ে পথসভায় মিলিত হয়।

উপজেলা শিবির সভাপতি শহিদুল হকের সভাপতিত্বে ও দেলোয়ার হোসেনের পরিচানায় বক্তব্য রাখেন উপজেলা দক্ষিণ শিবির সভাপতি মিসবাহ আহমদ, পৌর শিবির সভাপতি আনজর আল মুনির, রাসেদ আহমদ, হুদা আহমদ, মাসুম আহমদসহ জকিগঞ্জ উপজেলা ও পৌর শিবিরের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

লাঠি মিছিল দেখে সাধারণ মানুষের মধ্যে আত্বংকে ছড়িয়ে পড়ে। মিছিল শেষে পুলিশ বাসষ্টেন্ড এলাকায় টহল বৃদ্ধি করেছে।

(এসকেপি/এসসি/নভেম্বর০৩,২০১৪)