স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ সিটি করর্পোরেশনের ৬নং ওর্য়াডের সিদ্ধিরগঞ্জ থানার গেটের সামনে থেকে আদমজী ইপিজেট গেট পযর্ন্ত প্রায় ৪০০ ফিট সড়কের বেহাল অবস্থা। মৃত্যুফাঁদে পরিনত হয়েছে এ সড়কটি। এ সড়কে নিয়মিত চলাচলকারী সাধারণযাত্রীরা বলছে এতটুকু রাস্তার জন্য এখান দিয়ে চলাচল করা অনেক কষ্ট হয়ে যাচ্ছে। সড়কের এ বেহাল অবস্থা দেখার কেউই নেই। কতৃপক্ষ প্রায় নিশ্চুপ ভুমিকা পালন করছে।

সরজমিনে গিয়ে দেখা যায়, থানার গেটের সামনে থেকে ইপিজেট গেট সংলগ্ন যাত্রী ছাউনী পযর্ন্ত সড়কে ছোট-বড় অনেক গর্ত সহ পানি জমে আছে। পায়ে হেটেঁ এই সড়ক পাড়ি দেয়ার মতো কোনো সুযোগ নেই। হেলে ডুলে চলছে গাড়ি। যেকোনো সময় ঘটতে পারে দূর্ঘটনা। প্রায় ৪০০ ফিট রাস্তার বেহাল দশা সড়ক ও জনপদ অধিদফতরে কর্মকর্তারা প্রায় নিশ্চুপ। এছাড়া কিছু দিন আগে এ সড়কের বেহাল দশা দেখে নিজ উদ্যোগে এক দরিদ্র ভ্যান চালক সড়ক মেরামত করার জন্য নিজের ভ্যানে করে ভাঙ্গা ইটের অংশ বড়-বড় গর্তে ফেলে রাস্তাটির সাময়িক ঠিক করার চেষ্টা করেন। তাতেও সড়কের কোন অবস্থার পরির্বতন আসেনি। সেই ভ্যান চালক এ ধরনের সামাজিক কাজ করায় জনসাধারনের চোখে পরেন। কিন্তু তবুও সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) এ সড়ক সংস্কারে এগিয়ে আসেনি।

গাড়ি চালকেরা বলছেন, খুব সমস্যা হয়ে যাচ্ছে এইটুকু রাস্তা দিয়ে গাড়ি চালাতে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। গাড়ি চালানোর সময় মনে হয় এই বুঝি গাড়ি উল্টে যাচ্ছে বা গাড়ির কোন যন্ত্রাংশ ভেঙ্গে পরছে।

বেশ কয়েক জন অটোরিকশা চালকরা জানান, রাস্তায় যে পরিমান গর্ত ও পানি জমে আছে তাতে মাঝে মাঝে মনে হয় রাস্তা রেখে নদী দিয়ে গাড়ি চালাচ্ছি। রাস্তাটি নষ্ট হওয়ার কারনে প্রায় সময় গাড়ির চাকা ভেঙ্গে যায়। যার ফলে প্রতিনিয়তই এখানে দূর্ঘটনা ঘটছে।

সাধারণ যাত্রীরা বলেন, আমাদের কষ্ট দেখার কেউই নেই। এই সড়ক দিয়ে ভালো মানুষই তো সঠিকভাবে চলাচল করতে সমস্যা হয়। আর কোনো মুমূর্ষ রোগী নিয়ে গেলে কি অবস্থা হবে তা একবার ভেবে দেখুন। এছাড়া ভাঙ্গার কারনে অনেক সময় যানযটে বসে থেকে আমাদের কর্ম সময় নষ্ট হচ্ছে।

এ বিষয়ে পুলিশ পরিদর্শক ট্রাফিক বিভাগ আদমজী ইপিজেট নারায়ণগঞ্জ শাহাদত জানান, বৃষ্টি হওয়ার কারনে সড়কে ভাঙার সৃষ্টি হয়েছে। সড়কে এতো ভাঙা ও পানি জমে থাকার কারনে ভোগান্তিতে পরতে হচ্ছে পরিবহন সহ সাধারণ যাত্রীদের। অফিস ছুটি হলে গাড়ির চাপ বেড়ে যায় তখন এই সড়ক দিয়ে গাড়ি দ্রুত পাড় না হতে পারায় যানযটের সৃষ্টি হয়।

এ বিষয়ে জানার জন্য সড়ক ও জনপথ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা নির্বাহী প্রকৌশলী শাহানা ফেরদৌসকে মুঠোফোনে যোগাযোগ করার জন্য কল করলে তিনি ফোন ধরেননি।

(এস/এসপি/অক্টোবর ০৪, ২০২৩)