মোঃ জসিম উদ্দিন জুয়েল, টঙ্গী : আজ ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি গুরুত্বের সাথে পালিত হচ্ছে। এ বছর শিক্ষক দিবসের প্রতিপাদ্য ‘কাঙ্ক্ষিত শিক্ষার জন্য শিক্ষক: শিক্ষক স্বল্পতা পূরণে বৈশ্বিক অপরিহার্যতা’। মূলত ১৯৯৫ সাল থেকে জাতিসংঘের অঙ্গ সংস্থা ইউনেস্কোর সদস্যভুক্ত প্রতিটি দেশেই শিক্ষকদের অবদানকে স্মরণ করতে প্রতি বছর ৫ অক্টোবর দিবসটি উদযাপন করা হয়।

শিক্ষকরা হলেন জাতি গঠনের কারিগর। পারিবারিক শিক্ষার সাথেসাথে মানুষের জীবন এবং এই মানুষের সমন্বয়ে আদর্শ সমাজ ও রাষ্ট্র গঠনে সবচেয়ে বড় ভূমিকা পালন করে প্রাতিষ্ঠানিক শিক্ষা। আর এই প্রাতিষ্ঠানিক শিক্ষা দেন আমাদের শিক্ষকগণ। শিক্ষকদেরকে সম্মানের সহিত স্মরণ করা এবং তাঁদের পাঠদানের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনায় এই দিনের গুরুত্ব অপরিসীম।

এবারের প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার টঙ্গীর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। দিবসটি উপলক্ষে গাজীপুর মহানগরীর টঙ্গীর সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজের উদ্যোগে একটি র‌্যালী বের করা হয়। অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামানের নেতৃত্বে র‌্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলেজ প্রাঙ্গনে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।

সভায় শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। অপরদিকে টঙ্গীর সিরাজউদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের উদ্যোগে একটি র‌্যালী বের করা হয়। অধ্যক্ষ মোঃ ওয়াদুদুর রহমানের নেতৃত্বে র‌্যালী টি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলেজ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

পরে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বক্তব্য রাখেন, অধ্যক্ষ মোঃ ওয়াদুদুর রহমান, সহকারী প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমানসহ শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। এছাড়াও টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজের উদ্যোগে একটি র‌্যালী বের করা হয়। অধ্যক্ষ মোঃ আলাউদ্দিন মিয়ার নেতৃত্বে র‌্যালী টি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ প্রাঙ্গণে এসে শেষ হয়।

পরে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বক্তব্য রাখেন, অধ্যক্ষ মোঃ আলাউদ্দিন মিয়া, আবু জাফর আহমেদসহ শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

(জেজি/এসপি/অক্টোবর ০৫, ২০২৩)