পটুয়াখালী প্রতিনিধি : কুয়াকাটার চর গঙ্গামতিসংলগ্ন সাগর থেকে দুটি মাছধরা ট্রলারে ডাকাতি শেষে ১৪জন জেলেকে অপহরণ করেছে জলদস্যুরা। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে মাছধরা অবস্থায় জেলেদের উপর হানা দেয় জলদস্যুরা। পরে তারা একটি ট্রলারে করে জেলেসহ ১৪ জনকে নিয়ে গহীন সাগরে চলে যায় মুক্তিপণের দাবিতে।

স্থানীয় জেলেদের সূত্রে জানা গেছে, রাজা নামের নতুন এক জলদস্যু বাহিনী এ অপহরণ করেছে।

কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির এসআই সঞ্জয় মণ্ডল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লুৎফর মাঝির ট্রলারে ডাকাতি ও জেলে অপহরণের ঘটনা ঘটেছে।

(ওএস/এইচআর/নভেম্বর ০৪, ২০১৪)