স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ, যশোর : যশোরের শার্শায় মানসিক ভারসাম্যহীন পথচারীর প্রাণ বাঁচাতে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন দুই বন্ধু। মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছের সাথে সংঘর্ষে এই দুই বন্ধু নিহত হয়েছেন।

শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের শার্শা বাজারে এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, যশোর শহরের কাজীপাড়া এলাকার আব্দুর জলিলের ছেলে গোলাম ফারুক (৩৯) ও ঘোপ সেন্ট্রাল রোডের সোভান সরদারে ছেলে সোহেল রানা (৩৫)। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা মনিরামপুর থানার নেহালপুর খাড়ুখালি গ্রামের জয়দেব কুমার এর ছেলে রাজ কুমার আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল আরোহী তিন বন্ধু বেনাপোল থেকে যশোর অভিমুখে যাচ্ছিলো। পথিমধ্য শার্শা বাজার ভূমি অফিসের সামনে পৌছালে রাস্তা পারাপারের সময় এক মানসিক ভারসাম্যহীন পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলে সোহেল রানা নিহত হয়। খবর পেয়ে বেনাপোল ফায়ার সার্ভিসের কর্মীরা আহত অবস্থায় গোলাম ফারুক ও রাজ কুমারকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক গোলাম ফারুককে মৃত ঘোষণা করে। আহত রাজ কুমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাধীন রয়েছেন।

নাভারণ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে মোটরসাইকেল ও মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ দুটি আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

(এসএমএ/এএস/অক্টোবর ০৭, ২০২৩)