মোঃ শান্ত, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে বিপুল পরিমাণ জাল টাকা ও জাল টাকা তৈরির সরঞ্জামসহ তিনজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (৭ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল (পিপিএম বার)।

গ্রেপ্তারকৃতরা হলেন- আলমগীর হোসেন, মোঃ রাসেল ও মোঃ রুবেল ইসলাম ওরফে হৃদয়।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে নগদ ৭ লাখ ৮০ হাজার টাকার জাল নোট, ১টি ল্যাপটপ, ১টি প্রিন্টার, জালনোট তৈরির তিনটি ডাইস, গ্লাস, ট্রেসিং পেপারসহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।

এ সময় পুলিশ সুপার জানায়, শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকার আব্দুল আজিজ মোল্লার ভাড়া বাড়ির ৪র্থ তলায় অভিযান চালিয়ে তিনজন আসামিকে জাল নোট প্রস্তুত করা অবস্থায় গ্রেফতার করে এবং নগদ ৭ লাখ ৮০ হাজার জাল টাকাসহ জালনোট ছাপানোর সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা জানায়, জাল নোট প্রস্তুত করে বিভিন্ন ধর্মীয় উৎসবসহ (ঈদ, পূজা, পহেলা বৈশাখ ইত্যাদি) নানা সময় ঢাকাসহ আশপাশের সকল জেলায় জালনোট বিক্রয় করে থাকে।

(এস/এসপি/অক্টোবর ০৭, ২০২৩)