স্টাফ রিপোর্টার : প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে আসতে এবং রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

জিয়াউর রহমানের ওই ‘সিদ্ধান্ত’ ভুল ছিলো বলে মন্তব্য করেছেন বিএনপির এ নেতা।

গয়েশ্বর চন্দ্র বলেন, ‘জিয়াউর রহমানের রাজনৈতিক জীবনে যদি ভুল থাকে, সেটা হলো শেখ হাসিনাকে দেশে ফিরতে দেওয়া এবং রাজনীতি করার সুযোগ করে দেওয়া।’

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, ‘দেশবাসীকে বর্তমান যন্ত্রনা থেকে মুক্তি দিতে হবে। অবৈধ সরকারের কাছে মুক্তির দাবি করে লাভ নেই। মানুষ শুধু বদ্ধ ঘরে বক্তব্য শুনতে চায় না। রাজপথে থাকতে হবে। সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ সমস্ত বন্দিদের মুক্তি দিতে সরকার যাতে বাধ্য হয় সেই পরিবেশ সৃষ্টি করতে হবে।’

আয়োজক সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু, অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল আলম নীরব, ঢাকা মহানগর যুবদল উত্তরের সাধারণ সম্পাদক এসএম জাহাঙ্গীর প্রমুখ।

(ওএস/এইচআর/নভেম্বর ০৪, ২০১৪)