স্টাফ রিপোর্টার : বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জন্মের পর মধুর পরিবর্তে নিম পাতার রস খেয়েছিলেন।

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে যুবদল আয়োজিত এক যুব সমাবেশে তিনি এ কথা বলেন।

যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ সকল জাতীয় নেতৃবৃন্দের মুক্তির দাবিতে এই যুব সমাবেশে রুহুল কবির রিজভী বলেন, প্রধানমন্ত্রীর জন্মের সময় তার দাদি কোথাও মধু খুঁজে পাননি। তাই তিনি মধুর পরিবর্তে নিম পাতার রস শেখ হাসিনার মুখে দিয়েছিলেন। তাই প্রধানমন্ত্রীর মুখ থেকে এখন বিএনপি সম্পর্কে মিথ্যা ও বানায়োট কথা বের হচ্ছে।

বিএনপিকে আয়নার মুখ দেখতে হবে- প্রধানমন্ত্রীর এই বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, বিএনপি নয় আওয়ামী লীগের নেতাদের আয়নায় মুখ দেখতে হবে, তাহলেই শেখ মুজিবের হত্যাকারিকে খুঁজে পাওয়া যাবে। আওয়ামী লীগের নেতাদের মুখে আয়না ধরলেই আয়না বলে দেবে তারা শেখ মুজিবুর রহমানের খুনি।

জিয়াউর রহমানকে আওয়ামী লীগের নেতারাই খুন করেছেন বলে অভিযোগ করেন রুহুল কবির রিজভী।

আয়োজক সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সালাম আজাদের সভাপতিত্বে যুব সমাবেশে আরো বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুল প্রমুখ।

(ওএস/এএস/নভেম্বর ০৪, ২০১৪)