স্টাফ রিপোর্টার : অহিংস আন্দোলনে সরকারের পতন ঘটানো হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগর আহ্বায়ক মির্জা আব্বাস। তিনি সরকারকে স্বাভাবিক আন্দোলনে বাধা না দেয়ার আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার দুপুরে নয়াপল্টনের ভাসানী ভবনে মহানগর বিএনপির কার্যালয়ে ৮ নভেম্বরের জনসভাকে সফল করার লক্ষ্যে আয়োজিত এক যৌথসভায় তিনি এসব কথা বলেন। সভায় মহানগরের বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।

তিনি সরকারের উদ্দেশে বলেন, জনগণের টাকা দিয়ে জনগণকে মারতে ব্রাজিল থেকে যত বুলেটই নিয়ে আসেন না কেন জনগণ কোনো দিনই আপনাদের মেনে নেবে না। অহিংস আন্দোলনের মাধ্যমেই সরকারকে হটানো হবে, অন্য কোনো পন্থায় নয়। কাজেই বিএনপির স্বাভাবিক আন্দোলনে বাধা দেবেন না।

আব্বাস বলেন, বিএপির আন্দোলন অহিংস কিন্তু আওয়ামী লীগ বিএনপির অহিংস আন্দোলনকে ভয় পেয়ে সহিংসতার দিকে নিয়ে যাচ্ছে। দেশকে অনিশ্চিত গন্তব্যের দিকে নিয়ে যাওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, আওয়ামী লীগের সঙ্গে কথায় ও বক্তব্যে না পারলেও আন্দোলনে পারবো না তা ঠিক নয়। আন্দোলনের মাধ্যমেই দখলদার সরকারকে বাংলার মাটিতে টিকতে দেয়া হবে না।

জিয়ার নির্দেশে চার নেতাকে হত্যা করা হয়েছে’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের এমন বক্তব্যের সমালোচনা করে আব্বাস বলেন, সৈয়দ আশরাফকে একজন সজ্জন ব্যক্তি হিসেবে জানতাম। কিন্তু দুঃখ লাগে যখন তার মতো নেতা মিথ্যা বলেন। জিয়া তখন জেলে ছিলেন, তাহলে কী করে চার নেতাকে হত্যার নির্দেশ দিলেন তিনি?

(ওএস/এএস/নভেম্বর ০৪, ২০১৪)