দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকা থেকে ইমন নামে এক বাংলাদেশী কিশোর কে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তাকে ফেরত চেয়ে পত্র দিয়েছে বিজিবি।

বিজিবি ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার বেলা ২টার দিকে ভারত সীমান্ত সংলগ্ন উপজেলার প্রাগপুর ইউনিয়নের জামালপুর গ্রামের বজলুর রহমানের ছেলে ইমন (১৩) মাথাভাঙ্গা নদীর পাড়ে ১৫৩/৪ এস সীমানা পিলার সংলগ্ন এলাকায় ঘাস কাটছিল। এসময় ভারতের নদীয়া জেলার হোগলবাড়িয়া থানার নাসিরাপাড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাকে ধরে নিয়ে যায়।

বিজিবি ৪৭ ব্যাটালিয়নের মহিষকুন্ডি কোম্পানী কমান্ডার নায়েক সুবেদার আলাউদ্দিন জানান, ইমন কে ফেরত চেয়ে পত্র দেয়া হয়েছে তবে বেলা ৪ টা পর্যন্ত বিএসএফ কোন জবাব দেয়নি।

(জেএইচ/এএস/নভেম্বর ০৪, ২০১৪)