বিনোদন ডেস্ক : ছয় দিনব্যাপী অ্যানিমেশন চলচ্চিত্র উৎসবে মেতেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি)। প্রধান ফটকে অ্যানিমেটেড চরিত্র সমন্বিত ঢাউস তোরণ আর প্রাঙ্গণজুড়ে জনপ্রিয় সব অ্যানিমেটেড চরিত্র নিয়ে সেজেছে বর্ণিল সাজে। প্রদর্শিত দেশ-বিদেশের বিখ্যাত সিনেমা দেখতে মহররমের ছুটিতে মঙ্গলবার দিনভর ভিড় করেছে তরুণেরা।

দেশে অ্যানিমেশন সিনেমাকে জনপ্রিয় করে তুলতে এ উৎসবের আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ফিল্ম সোসাইটি।

উৎসব বিষয়ে ঢাবি ফিল্ম সোসাইটির সাধারণ সম্পাদক সৈকত রায়হানের জানান, দেশে অ্যানিমেশন নিয়ে যারা কাজ করছেন তাদের উৎসাহিত করতে এবং এ ধরনের সিনেমাকে আরো জনপ্রিয় করার লক্ষ্যে এ উৎসবের আয়োজন করা হয়েছে।

জানা গেছে, ছয় দিনব্যাপী এ আয়োজনের প্রথমদিন দেখানো হয়েছে পিক্সার শর্টস, ট্যাংগেলড, শের্ক টু। বুধবারে দেখানো হবে মন্টু মিয়ার অভিযান, আপ, ফ্রোজেন, মেগামাইন্ড, অ্যাডভেঞ্চার অব টিনটিন। বৃহস্পতিবার থাকছে ডিসপিকেবল মি, টয় স্টোরি-থ্রি, কুংফু পান্ডা। উৎসবের শেষ দিনে দেখানো হবে রোমিও অ্যান্ড জুলিয়েট, মন্ট্রিস ইউনিভার্সিটি, ফাইন্ডিং নেমো।

সিনেমা দেখতে আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিইসি বিভাগের শিক্ষার্থী হাসান ফেরদৌস জানালেন, ছোটবেলা থেকেই অ্যানিমেটেড মুভি তার পছন্দ। মাত্র ২০ টাকার টিকেটে বড় পর্দায় এমন দুর্দান্ত মুভি দেখা সুযোগটা কাজে লাগাতেই শুরুতেই চলে এসেছেন।

(ওএস/এএস/নভেম্বর ০৪, ২০১৪)