কক্সবাজার প্রতিনিধি : সরকারদলীয় এমপি (কক্সবাজার-৪, উখিয়া-টেকনাফ) আবদুর রহমান বদিকে বরণ করতে মঙ্গলবার হাজার খানেক গাড়ির এক বহর নিয়ে বিমানবন্দরে হাজির হন দলীয় নেতাকর্মীরা। এরপর পথে পথে সুদৃশ্য তোরণ পেরিয়ে তিনি টেকনাফ যান। অনেক জায়গায় বানানো মঞ্চে দাঁড়িয়ে বদি বক্তব্য দিয়েছেন নেতাকর্মীদের উদ্দেশে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় ১৮ দিন কারাভোগ শেষে গত ৩০ অক্টোবর গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান আবদুর রহমান বদি। এরপর প্রথমবারের মতো তিনি নিজ জেলা কক্সবাজারে ফেরেন মঙ্গলবার।

কক্সবাজার বিমানবন্দরে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে দেয়া বক্তব্যে বদি বলেন, সব ষড়যন্ত্রের জাল ছিন্ন করে তিনি ‘জনতার মাঝে’ ফিরেছেন।

এরপর বিমানবন্দর থেকে রওনা দেন নিজের বাড়ি টেকনাফের দিকে। পথিমধ্যে উখিয়ার মরিচ্যা, সদর স্টেশন, পালংখালী স্টেশন, টেকনাফের হ্নীলা ও টেকনাফ স্টেশনে আয়োজিত জনসভায় বক্তব্য দেন তিনি।

তার আগমনকে কেন্দ্র করে কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়া-টেকনাফের অংশের ৬০ কিলোমিটার এলাকাজুড়ে তৈরি করা হয় প্রায় ২০০ তোরণ। উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আদিলউদ্দিন চৌধুরী এবং টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি অধ্যাপক মোহাম্মদ আলী সাংবাদমাধ্যমকে এ কথা নিম্চিত করেন।

আদিলউদ্দিন চৌধুরী জানান, এমপি বদিকে অভ্যর্থনা জানানোর জন্য উখিয়ার বিভিন্ন অংশে দলীয়ভাবে প্রায় ১০০টি তোরণ ও পাঁচটি মঞ্চ তৈরি করা হয়েছে।

বদিকে বরণ করতে টেকনাফে শতাধিক তোরণ নিমির্ত হওয়ার কথা জানিয়ে অধ্যাপক মোহাম্মদ আলী সাংবাদমাধ্যমকে জানান, গত বছরের ৩ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনার উখিয়া সফরের সময় তাকে স্বাগত জানিয়ে তখন উখিয়া-টেকনাফে এত তোরণ বানানো হয়নি।

(ওএস/এএস/নভেম্বর ০৪, ২০১৪)