ওয়াজেদুর রহমান কনক, নীলফামারী : সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্ত, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবিতে নীলফামারীতে গণঅনশন কর্মসূচি পালিত হয়েছে শান্তিপূর্ণভাবে।

নীলফামারী জেলা বিএনপি আয়োজিত এই কর্মসূচিতে জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ ছাড়াও অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী সকাল ১০টা থেকে অনশন শুরু করেছেন। অনশন চলাকালীন জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের উপস্থিতিতে অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রেখেছে৷

জেলা বিএনপির সভাপতি আ ক ম আলমগীর সরকারের সভাপতিত্বে অনশন চলাকালীন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় অনশনস্থলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলম, সহ-সভাপতি মীর সেলিম ফারুক, সহ-সভাপতি মাহাবুবুর রহমান, সহ-সভাপতি মোক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক সেফাউল জাহাঙ্গীর আলম সেপু, সহ-সাংগঠনিক সম্পাদক রেদওয়ানুল হক বাবু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শুভ চৌধুরী, জেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোর্শেদ আযম, জেলা ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্স। সকাল ১০টা থেকে শুরু হওয়া এই অনশন দুপুর ২টা পর্যন্ত চলেছে৷

(ওআরকে/এএস/অক্টোবর ১৪, ২০২৩)