ওয়াজেদুর রহমান কনক, নীলফামারী : জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে নীলফামারীতে সপ্তাহব্যাপী তৃতীয়বারের মতো সাংস্কৃতিক উৎসব শুরু হয়েছে। জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে শনিবার বিকেলে বর্ণিল আয়োজনে উৎসবের উদ্বোধন করেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। বিকেল সাড়ে পাঁচটায় উৎসবস্থল থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করেছে। পরে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে উৎসবের সূচনা করা হয়। আমন্ত্রিত অতিথিরা বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দেন।

শনিবার (১৪ অক্টোবর) থেকে ২০ অক্টোবর এই সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হবে।

জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে উৎসবের আলোচনা পর্বে প্রধান অতিথি ছিলেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য ও দেশবরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর। স্বাগত বক্তব্য রাখেন জেলা কালচারাল অফিসার আরিফউজ্জামান, শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক আহসান রহীম মঞ্জিল। উৎসবে স্থানীয় সরকার উপপরিচালক (উপসচিব) মোঃ সাইফুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মমতাজুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আমিরুল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ।

জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার কে এম আরিফউজ্জামান জানান, আগামী ১৪ অক্টোবর উদ্বোধনের দিনে অনুষ্ঠান মালায় রয়েছে আনন্দ শোভাযাত্রা, উদ্বোধন ও জেলা শিল্পকলা একাডেমির সম্মাননা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

এছাড়াও ১৫ অক্টোবর নৃত্য বিষয়ক সেমিনার ও স্মৃতিচারণ, জেলার সকল শিল্পীদের নিয়ে নৃত্য উৎসব। ১৬ অক্টোবর যন্ত্র সঙ্গীত বিষয়ক সেমিনার ও স্মৃতিচারণ, জেলার সকল বাদ্যযন্ত্র শিল্পীদের নিয়ে যন্ত্র সঙ্গীত উৎসব। ১৭ অক্টোবর ভাওয়াইয়া বিষয়ক সেমিনার ও স্মৃতিচারণ, জেলার সকল ভাওয়াইয়া শিল্পীদের নিয়ে ভাওয়াইয়া উৎসব। ১৮ অক্টোবর লোক ও বাউল বিষয়ক সেমিনার ও স্মৃতিচারণ, জেলার সকল লোক ও বাউল শিল্পীদের নিয়ে লোক সংস্কৃতি ও বাউল উৎসব। ১৯ অক্টোবর নাট্য উৎসব ও ২০ অক্টোবর কবিতা উৎসব, শাস্ত্রীয় সঙ্গীত উৎসব ও সমাপনী অনুষ্ঠান।

(ও/এএস/অক্টোবর ১৪, ২০২৩)