নিউজ ডেস্ক : কিছুদিন আগেই উইন্ডোজ এক্সপির সমস্ত আপডেট বন্ধ করে দিয়েছিল মাইক্রোসফট। এবার প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে খুচরা বিক্রি বন্ধ করল উইন্ডোজ-৭ ও উইন্ডোজ-৮ সফটওয়্যারের।

কর্তৃপক্ষ জানিয়েছে, মানুষ এখন এ পুরাতন সফটওয়্যার ব্যবহার করতে চাইছে না। এখন তারা নতুন কিছু চাইছে। এমন পরিসংখ্যানের ভিত্তিতেই এটি বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী বছর ভোক্তাদের জন্যে নতুন সফটওয়্যার উইন্ডোজ-১০ বাজারে ছাড়া হবে।

উইন্ডোজ-৭ ও উইন্ডোজ-৮ বাজারে বন্ধ করার সিদ্ধান্ত আগে থেকেই নেয়া হয়েছিল। সে সিদ্ধান্ত অনুযায়ীই এটি বন্ধ করে দেয়া হয়েছে। কেউ যদি এটি কিনে তার কম্পিউটারে ব্যবহার করে তাহলে তাতে কম্পিউটারের ক্ষতি হবে বলে সতর্ক করে দিয়েছে কর্তৃপক্ষ।

(ওএস/অ/নভেম্বর ০৪, ২০১৪)