অমল তালুকদার, পাথরঘাটা : বরগুনার পাথরঘাটার কাঠালতলী ও কালমেঘা ইউনিয়নের বর্ডারের একটি শাখা খালে দীর্ঘদিন ধরে মানুষ ঝুঁকি নিয়ে সাঁকো দিয়ে পাড়াপাড় হচ্ছে। দরকার একটি কাঠের পুল কিংবা পাকা ব্রীজ নির্মাণ। নিকটস্থ হাইস্কুলের শিক্ষার্থীসহ স্থানীয় বাসিন্দাদের দূর্ভোগ লাঘবে এগিয়ে আসছে না কেউ-ই। কাঠালতলী ইউনিয়নের সফিলপুর তালুকদার বাড়ি সংলগ্ন, কে কে আজিজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের উত্তর পাশে খালের উপর নির্মিত সাঁকোটি যে কোন মূহুর্তে ধ্বসে পরতে পারে। 

স্থানীয় বাসিন্দা মোঃ প্রিন্স তালুকদার জানান,কালমেঘা ইউনিয়নের চেয়ারম্যান গোলাম নাসির সাঁকো তৈরি করে আপাতত পাড়াপাড়ের জন্য ২ হাজার টাকা দেন।

স্থানীয় বেশক'জন বাসিন্দা বলেন, কাঠালতলী ইউনিয়নের চেয়ারম্যান সহিদুল ইসলাম জনগুরুত্বপূর্ণ এই সাকোটির বিষয়ে এপর্যন্ত কোন ভূমিকা নিয়েছেন বলে তারা দেখেন নি।

প্রিন্স তালুকদার বলেন, নির্বাচনের সময় জনপ্রতিনিধিরা এইসকল জনদূর্ভোগ লাঘবে কাজ করার অঙ্গীকার করলেও শেষপর্যন্ত তারা যে কথা রাখেন না; তার প্রমান এটি-ই।

এবিষয়ে পাথরঘাটা উপজেলা চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির বলেন, বিষয়টি প্রসংগে আমি জেনেছি। ওখানে মানুষের দূর্ভোগ বাড়ছে। দেখি কি করা যায়।

স্থানীয় স্কুল /কলেজগামী ছাত্র /ছাত্রীসহ সকল ধরনের পথচারীদের ভোগান্তি চরমে পৌছেছে এখন। মানুষের দাবীর প্রেক্ষিতে অচিরেই এখানে একটি পাকা পুল নির্মাণ এখন জরুরি হয়ে পরেছে।

(এটি/এসপি/অক্টোবর ১৫, ২০২৩)