সোহেল সাশ্রু, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জ ভৈরব থ্রি রিং সিমেন্ট বোঝাই ট্রাকের ধাক্কার ইয়াছিন মিয়া (২৮) নামে এক কুরিয়ার সার্ভিস কর্মীর মৃত্যুর হয়েছে। ঘটনার পর ড্রাইভারসহ হেলাপার পলাতক রয়েছে।

আজ রবিবার উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়ন ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল আরোহী ইয়াছিন মিয়া উপজেলার গজারিয়া ইউনিয়নের নামা পাড়া বেপারি বাড়ির মৃত তোতা মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানায়, গজারিয়া নিজ বাড়িতে দ্বন্দ্বের কারণে দীর্ঘদিন যাবত ইয়াছিন তার পরিবার নিয়ে ভৈরব পৌর শহরের কমলপুর এলাকায় বাসা ভাড়া করে থাকেন। ইয়াছিন উপজেলা শিবপুর ইউনিয়নে পানাউল্লাহচর একটি কুরিয়ার অফিসে চাকরি করেন। দুপুরে অফিস থেকে কুরিয়ার করতে কালিকা প্রসাদের উদ্দেশ্যে যাওয়ার পথে থ্রি রিং সিমেন্ট বোঝাই একটি ট্রাক ইয়াছিনসহ মটরসাইকেলটিকে পিছন দিক দিয়ে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা ছুটে এসে দেখেন ঘটনাস্থলেই ইয়াছিন মৃত্যুবরণ করেন। স্থানীয়রা ৯৯৯ কল দিলে ভৈরব থানা হাইওয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে। এই ফাঁকে ড্রাইভারসহ হেলাপার পালিয়ে যায়। সিমেন্ট বোঝাই ট্রাকটি জব্দ করে পুলিশ।

এ বিষয়ে নিহতে চাচা রফিক মিয়া জানান, কিছুদিন পূর্বে এলাকায় দুইগ্রুপের সংঘর্ষে বাড়িঘর ভাঙচুর হয় ইয়াছিনের। সব হারিয়ে পরিবার নিয়ে ভৈরব শহরে থাকেন ইয়াছিন ও তার পরিবার। তারা তিন বোন দুই ভাই। দুই ভাইয়ের উপর্জনেই সংসার চলতো। ইয়াছিনের মৃত্যুতে তাদের পরিবারের অনেক বড় ক্ষতি হয়ে গেছে।

হাইওয়ে থানার পুলিশ উপ পরিদর্শক শাকের মিয়া ঘটনা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে ট্রাক্টরটি জব্দ করা হয়েছে।

(এসএস/এসপি/অক্টোবর ১৫, ২০২৩)