সোহেল সাশ্রু, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জ জেলার ভৈরব থেকে প্রকাশিত সাপ্তাহিক দিনের গান পত্রিকার ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। শনিবার বিকেলে ভৈরব পৌর শহরের চন্ডিবের হাজী আসমত আলী এতিমখানার মেহের মমতাজ মিলনায়তনে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কুমিল্লা জেলার সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন।

দৈনিক পূর্বকণ্ঠ নির্বাহী সম্পাদক ও নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার সাধারণ সম্পাদক মো. আলাল উদ্দিনের সঞ্চালনায় অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান ও ভৈরব রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মির্জা সোলায়মান, ভৈরব রফিকুল ইসলাম মহিলা কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. শহীদুল্লাহ, হাজী আসমত আলী বালিকা স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ আহমেদ আলী, ডক্টরস্ ক্লাব অব ভৈরব এর আহ্বায়ক ও সাপ্তাহিক দুর্জয় দরশন সম্পাদক ডা. মোহাম্মদ মিজানুর রহমান কবির, ভৈরব পৌর আওয়ামী লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক জসিম উদ্দিন রবিন, সমাজকর্মী সাইদুর রহমান বাবলু, সাবেক কাউন্সিলর মাহিন সিদ্দিকী, নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার সহ-সভাপতি মনিরুজ্জামান ময়না ও সাংবাদিক জাকির হোসেন প্রমুখ।

এ সময় সাপ্তাহিক দিনের গান সম্পাদক সোহেল সাশ্রু ও ভৈরবের বিশিষ্ট আবৃত্তিকার ফারহানা বেগম লিপি উপস্থিত ছিলেন।

(এসএস/এএস/অক্টোবর ১৫, ২০২৩)