নীহার রঞ্জন কুন্ডু, ময়মনসিংহ : গত সোমবার ময়মনসিংহের মুক্তাগাছা থানাধীন ৭নং ঘোগা ইউনিয়নের গাবতলী উচ্চ বিদ্যালয়ের অডিটরিয়ামে বিট ও কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

উক্ত আলোচনা সভায় বাল্য বিবাহ, ইভটিজিং, সাইবার অপরাধ, মাদক এবং আসন্ন দূর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনের বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মজিদ সহ গাবতলী উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সভাপতি, প্রদান শিক্ষক, স্থানীয় চেয়ারম্যান ও জনপ্রতিনিধি বিটের দায়িত্বপ্রাপ্ত অফিসার, আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, আমাদের সমাজে ইবটিচিং একটি বড় সমস্যা এবং এসমস্যার জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। মাদক এর বিরুদ্ধে সকল অভিভাবক দের সচেতন থাকতে হবে। বাল্য বিয়ে একটি সামাজিক ব্যাধি এ ব্যাপারে সকল্কে সচেতন থাকার পরামর্শ দেন।

পরবর্তীতে মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল মজিদ দূর্গা পূজা উপলক্ষে সনাতন সসম্প্রদায়ের সাথে মতবিনিময় করেন। এবং বিভিন্ন মন্দিরে দূর্গা প্রতিমা পরিদর্শন করেন। কারিগরদের তিনি নির্ভয়ে তাদের কাজ করতে বলেন।

যেকোন পরিস্থিতিতে পুলিশ সার্বক্ষণিক তাদের পাশে আছে বলেও তিনি তাদের বলেন। এসময় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেত্রীবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।

(এনআরকে/এসপি/অক্টোবর ১৭, ২০২৩)