তপু ঘোষাল, সাভার : মাইক্রোবাসে ‘জরুরি সংবাদপত্র’ স্টিকার লাগিয়ে ফেনসিডিল পরিবহন করছিল দুই ব্যক্তি। ঢাকা-আরিচা মহাসড়কের সাভারে আমিনবাজারে চলমান পুলিশের তল্লাশিতে ধরা পড়েন তারা।

বুধবার (১৮ অক্টোবর) সকাল ৯ টার দিকে আমিনবাজার চেকপোস্ট থেকে তাদের আটক করা হয় বলে নিশ্চিত করেছেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) তানিম হোসেন। ঢাকায় আওয়ামীলীগ ও বিএনপির সমাবেশ থাকায় সকাল থেকেই সেখানে চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করছিল ঢাকা জেলা পুলিশ।

আটককৃতরা হলেন- নাটোর জেলার লালপুর থানাধীন পুরাতন ঈশ্বরদি গ্রামের মো. হেলাল উদ্দিন (৩৫) ও মুন্সিগঞ্জের লৌহজং থানার আবুল খায়ের (৫২)।

সাভার মডেল থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) তানিম হোসেন বলেন, নিয়মিত চেকপোস্ট কার্যক্রমের অংশ হিসেবে তল্লাশি চলার সময় সন্দেহ হলে সংবাদপত্র পরিবহনের কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস চেকপোস্টে থামানো হয়। পরে গাড়ি তল্লাশি করে ৬৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে, পাশাপাশি দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। তারা মূলত সংবাদপত্রের স্টিকার লাগিয়ে মাদক পরিবহন করে আসছিল। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, আজ আওয়ামী লীগ ও বিএনপি এবং তাদের সমমনা দলগুলো পৃথক কর্মসূচি পালন করবে। বিএনপি নয়াপল্টনে বেলা ২টায় গণসমাবেশ করবে। ক্ষমতাসীন আওয়ামীলীগও বেলা আড়াইটায় বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশ করবে।

(টিজি/এসপি/অক্টোবর ১৮, ২০২৩)