সোহেল সাশ্রু, কিশোরগঞ্জ : ভৈরবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। আজ ১৮ অক্টোবর বুধবার বেলা ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে প্রথমে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ। এরপর  ভৈরব থানা, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ভৈরব হাইওয়ে থানা ও  ফায়ার সার্ভিসসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে উপজেলা সম্মেলন কক্ষে শিশু-কিশোরদের নিয়ে কেক কাটা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।

আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. বুলবুল আহম্মদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মনিরুজ্জামান তরফদার, ভেটেরিনারী সার্জন ডা. সাইফুল আজম, ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাকসুদুল আলম, উপজেলা শিক্ষা অফিসার ছিদ্দিকুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামসুন নাহার তাসমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এম আবু ওবায়দা আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাগর হোসেন সৈকত, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ফরহাদ আহমেদ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এছাড়া বাংলাদেশ রেলওয়ে উচ্চ বিদ্যালয়সহ ভৈরব উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্ব স্ব উদ্যোগে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালন করে।

(এসএস/এএস/অক্টোবর ১৮, ২০২৩)