নীহার রঞ্জন কুন্ডু, ময়মনসিংহ : ১৭ অক্টোবর মঙ্গলবার দিবাগত রাত ০২টার সময় ভালুকা থানাধীন মেহেরাবাড়ী সাকিনস্থ জিনজিরা মাজারের অনুমান ১০০ গজ দক্ষিণ পাশে ময়মনসিংহ টু ঢাকা গামী মহাসড়কের পূর্ব পাশে ফাঁকা জায়গায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি গ্রহণ করা কালে অফিসার ইনচার্জ ভালুকা মডেল থানা, ময়মনসিংহ এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্স সহ আসামী-

১/ মোঃ মাজহারুল ইসলাম (৪৫), পিতা - মোঃ আশরাফ আলী @ আশু, স্থায়ী: গ্রাম - মেদুয়ারী, থানা - ভালুকা, জেলা - ময়মনসিংহ, যার বিরুদ্ধে চুরি ,মাদক, ডাকাতি সহ বিভিন্ন অপরাধ মোট ০৮টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।

২/ আফজাল মিয়া (২৯), পিতা-মফিজুল ইসলাম, স্থায়ী: গ্রাম - গুজিয়াম, ০১নং ওয়ার্ড, থানা - ত্রিশাল, জেলা -ময়মনসিংহ, যার বিরুদ্ধে চুরি,মাদক,ডাকাতি সহ বিভিন্ন অপরাধ মোট ১২টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।

৩/ রিফাত মিয়া সরদার (২৫), পিতা - আকবর সরদার, স্থায়ী: গ্রাম - মোক্ষপুর, থানা- ত্রিশাল, জেলা - ময়মনসিংহ, যার বিরুদ্ধে চুরি, মাদক, ডাকাতি সহ বিভিন্ন অপরাধ মোট ০৪টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।

৪/ নাজমুল হক (২৮), পিতা - মৃত মকবুল হোসেন @ মকবুল ঘটক, স্থায়ী: গ্রাম - সানকি ভাঙ্গা, থানা - ত্রিশাল, জেলা - ময়মনসিংহ যার বিরুদ্ধে চুরি, মাদক, ডাকাতি সহ বিভিন্ন অপরাধ মোট ০২টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।

৫/ মোঃ রিয়াদ মিয়া (৪৫), পিতা - মৃত শাহাব উদ্দিন, স্থায়ী: গ্রাম - মোক্ষপুর, থানা - ত্রিশাল, জেলা - ময়মনসিংহ, যার বিরুদ্ধে চুরি, মাদক, ডাকাতি সহ বিভিন্ন অপরাধ মোট ০৬টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।

৬/ রুবেল মিয়া (২৫), পিতা-মৃত ইদ্রিস আলী, স্থায়ী: গ্রাম- মেদুয়ারী, থানা - ভালুকা, জেলা - ময়মনসিংহ, যার বিরুদ্ধে ,মাদক নিয়ন্ত্রণ আইনে রুদ্রকৃত ০১টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।

৭/মোঃ শামীম (২৫), পিতা - মোঃ কিতাব আলী @ কেদু মিয়া, স্থায়ী: গ্রাম - চুরালী, থানা - গৌরীপুর, জেলা - ময়মনসিংহ, যার বিরুদ্ধে ০১টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।

৮/ সোলাইমান (২৮), পিতা - আঃ আউয়াল, স্থায়ী: গ্রাম- মুলাইদ মধ্যপাড়া, থানা - শ্রীপুর, জেলা - গাজীপুর।

৯/ মোঃ শামীম (৩৪), পিতা - অছিল উদ্দিন, স্থায়ী: গ্রাম - দেওলী, থানা - বারহাট্টা, জেলা – নেত্রকোনা গনদের গ্রেফতার করেন।

তাদের হেফাজত হতে ডাকাতির কাজে ব্যবহৃত ঘটনাস্থল হতে ১/ ০১টি নীল রংয়ের রেজিঃ বিহীন পিক-আপ গাড়ী, ২/ ০১টি লোহার তৈরী রাম দা, ৩/ ০১টি স্টিলের চাপাতি, ৪/ ০১টি কাঠের বাট যুক্ত লোহার তৈরী ছুরি/ছোরা, ৫/০১টি কাটার, ৬/ প্লাষ্টিকের রশি ০৩ টুকরা, ৭/ ০৩টি লোহার রড, যাহার প্রতিটি ০৩ ফুট লম্বা, ৮/ ০২টি সাদা কসটেপ বভিন উদ্ধার করেন, উল্লিখিত ডাকাতগণ আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য।

(এনআরকে/এএস/অক্টোবর ১৮, ২০২৩)