তপু ঘোষাল, সাভার : ঢাকা জেলার সাভারে সানাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় চলছে ব্যাপক প্রস্তুতি। এবছর উপজেলায় ২২৩টি মণ্ডপে উদযাপন করা হবে শারদীয় উৎসব।

প্রতিমা তৈরিতে শেষ মুুহুর্তের ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। মাটির কাজ শেষে এখন চলছে রং-তুলির কাজ। মণ্ডপলোতে আলোকসজ্জাসহ সৌন্দর্য বৃদ্ধির কাজ চলছে। যে কোন বিশৃঙ্খলা এড়াতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন।

আগামী ২০ অক্টোম্বর থেকে শুরু করে ২৪ অক্টোম্বর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে উৎসব সম্পন্ন হবে। আসন্ন পূজাকে সামনে রেখে ইতিমধ্যে স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিভিন্ন মন্দির পরিদর্শন এবং পূজা উদযাপন কমিটির সাথে আলোচনা করেন।

এবিষয়ে ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেন, প্রতিবারের মতো এবারও সাভারে শারদীয় দূর্গা উৎসবের ব্যপক প্রস্তুতি নেয়া হয়েছে। ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে পূজা উপলক্ষে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। পূজা চলাকালে কোন অপ্রীতকর ঘটনা ঘটলে সাথে সাথে আইন-শৃঙ্খলা বাহিনীকে অবগত করার আহ্বান জানিয়েছেন তিনি।

সাভার মডেল থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, দুর্গাপূজা উপলক্ষে গ্রহণ করা হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। প্রতিটি মণ্ডপ পুরুষ ও মহিলা আনসার সদস্য নিয়োগ করা হবে। পাশাপাশি মণ্ডপের নিজস্ব ভলান্টিয়ার ফোর্স থাকবে। প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা রয়েছে।

(টিজি/এএস/অক্টোবর ১৯, ২০২৩)