শাহ্ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুরের বিরামপুরে নিজ বাড়ির সামনে থেকে হিটলার (৪২) নামের এক সবজি ব্যবসায়ীকে গলা কেটে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৮ অক্টোবর) দিনগত রাতে কে বা কারা তাকে হত্যা করে চলে গেছে। ঘটনাটি ঘটেছে বিরামপুর পৌর শহরের চাঁদপুর এলাকায়। হাবিবুর রহমান হিটলার নবাবগঞ্জ উপজেলার কেন্দুয়া এলাকার মনছের আলীর ছেলে।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার বিষয়টি নিশ্চিত করে পরিবারের বরাত দিয়ে জানান, প্রতিদিনের মতো হিটলার রাত ১২টার দিকে বাড়ি এসে খাবার খেয়ে একটু বাইরে যান । সবাই ঘুমিয়ে পড়ায় রাতে আর কেউ খোঁজ নেয়নি তার।

আজ বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকালে ঘরের সামনে গলা কাটা মরদেহ দেখতে পায় এলাকাবাসী।

ওসি আরো বলেন,কেন বা কি কারণে এ ঘটনা ঘটেছে এখনো জানা যায়নি। তদন্ত চলছে। মরদেহ উদ্ধার করে দিনাজপুর এমচ আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

(এস/এসপি/অক্টোবর ১৯, ২০২৩)