কাজী হাসান ফিরোজ, বোয়ালমারী : ফরিদপুরের বোয়ালমারীতে সাড়ে ৬ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার  বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। 

এ উপলক্ষে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ব্যবস্থাপনায় বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারেফ হোসাইনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বোয়ালমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএম মোশাররফ হোসেন মুসা মিয়া।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান রেখা পারভীন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এস.এম. রাশেদুল হাসান ,উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আমিনুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলাম , উপ-সহকারী কৃষি কর্মকর্তা স্বপন কুমার বিশ্বাস সহ মাঠপর্যায়ের কৃষি কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এস. এম. রাশেদুল হাসান বলেন, এ বছর উপজেলার পৌরসভাসহ ১১টি ইউনিয়নের মোট ৬ হাজরা ৪৫০ জন কৃষকের মাঝে প্রণোদনা কর্মসূচীর আওতায় রবি মৌসুমে গম, ভুট্টা, সরিষা,চিনাবাদাম, ও শীতকালীন পেঁয়াজ, মুগ, মসুরি, এবং খেসারী বীজ বিতরণ করা হবে। কর্মসূচির আওতায় প্রথম কিস্তিতে ৪ হাজার ৫০০জন কৃষকের মাঝে - প্রতি ১ বিঘা জমির জন্য ১ কেজি সরিষা বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য বীজ ও সার বিতরণ করা হবে।

(কেএফ/এসপি/অক্টোবর ১৯, ২০২৩)