নীহার রঞ্জন কুন্ডু, ময়মনসিংহ : ময়মনসিংহ নগরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  

আজ বৃহস্পতিবার সকালে কোতোয়ালি থানা কম্পাউন্ডে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন সংক্রান্তে পূজায় ডিওটি পালনকারী আনসারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

কোতোয়ালী মডেল থানা অফিসার ইনচার্জ শাহ্ কামাল আকন্দ সভাপতিত্বে উক্ত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রায়হানুল ইসলাম।

পূজামন্ডপে আইনশৃঙ্খলা রক্ষার্থে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়। আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দুর্গাপূজাকে কেন্দ্র করে কোন ব্যক্তি বা গোষ্ঠী যাতে অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে আইন শৃঙ্খলার অবনতি ঘটাতে না পারে কিংবা দুর্গাপূজায় গুজব ছড়াতে না পারে সে জন্য কাজ করে যাচ্ছে কোতোয়ালী থানা পুলিশ। পাশাপাশি গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। পূজা মন্ডপসমূহের নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থা জোরদার সহ থানা এলাকার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হবে। কোন সন্দেহবান ব্যাক্তি দেখলে প্রশাসনকে জানানোর জন্য বলা হয়েছে।

ওসি শাহ কামাল আকন্দ বলেন, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাদের যখন উন্নয়ন স্মার্ট বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের লক্ষে এগিয়ে যাচ্ছে- দেশ তখন কোন কুচক্রী মহল আমাদের দেশে অশান্তি/অরাজকতা সৃষ্টি করতে পারবে না। আইনশৃঙ্খলা বাহিনী সব সময় তৎপর ছিল ভবিষ্যতে থাকবে। এখানে কোনো মৌলবাদীদের স্থান হবে না। আমাদের সকলকে এক হয়ে এদের প্রতিহত করতে হবে।

প্রধান অতিথির ভাষনে অতিঃ পুলিশ সুপার বলেন, ময়মনসিংহ মানুষ শান্তিপ্রিয়। কোনো রকম দুরভীসন্ধি মুলক কাজ করলে তা কঠোর হস্তে দমন করা হবে। তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সেচ্ছাসেবী দের সাড়াক্ষন মন্দিরে নজর রাখতে হবে এবং সবাই কে ৯৯৯ নম্বর মনে রাখার পরামর্শ দেন।

(এনআরকে/এসপি/অক্টোবর ১৯, ২০২৩)