নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরে উধাও হওয়ার দশ ঘন্টা পর এক শিশু কন্যার আগুনে শরীর ঝলসানো লাশ উদ্ধার করেছে এলাকাবাসী। পুলিশ জানায়, উপজেলার দক্ষিণ হোসেনপুর গ্রামের কৃষক গোলাম মোস্তফার শিশু কন্যা মিথিলা (৪) গত ২৯ এপ্রিল মঙ্গলবার বিকেল চারটার দিকে নিজ বাড়ির পাশে খেলা করতে করতে উধাও হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর এক পর্যায়ে ওই বাড়ির পাশের একটি মুরগীর খামারের কাছ থেকে রাত ১টার দিকে শিশু মিথিলার আগুনে শরীর ঝলসানো লাশ উদ্ধার করে গ্রামবাসী।

খবর পেয়ে বুধবার সকালে থানার এস আই আব্দুর রহমান সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল থেকে ময়না তদন্তের জন্য লাশ নিয়ে আসার চেষ্টা করলে স্থানীয় কয়েকশ’ লোকজনের বাধার মুখে লাশ ময়না তদন্ত ছাড়াই দাফনের অনুমতি দিতে বাধ্য হন তিনি। এসব ঘটনার সত্যতা স্বীকার করে মহাদেবপুর থানার অফিসার্স ইনচার্জ এ এইচ এম এনায়েত উদ্দীন জানান, মিথিলার শরীর আগুনে ঝলসে যাওয়ার বিষয়টি বৈদ্যুতিক শক থেকে হয়েছে। তবে কোন স্থানে বৈদ্যুতিক শক লেগে মিথিলার শরীর ঝলসে গেছে তা তিনি জানাতে পারেননি। এ ব্যাপারে মহাদেবপুর থানায় ইউডি মামলা হয়েছে।

(বিএম/অ/এপ্রিল ৩০, ২০১৪)