দীপক চন্দ্র পাল, ধামরাই : ঢাক-ঢোল কাসর ঘন্টা আর বাদ্যের সাথে শংখ ধ্বনি ও আগত ভক্ত নারীদের উলু ধ্বনিতে মূখরিত পূজা মন্ডপ ।সপ্Íমী পূজায় দেবী দূর্গাকে  ভক্তি ভরে প্রার্থনা করে ভক্তরা মা  শুভাশিষ প্রদান করে। উপচে পড়া ভক্ত দর্শনার্থীদের ঢল মহা আনন্দ উৎসব এখন ধামরাইয়ের প্রতিটি পূজা মন্ডপে।

রবিবার মহা অষ্টমী। ঢাতার ধামরাই বকুল তলা বাসুদেব মন্দির কমিটির আয়োজিত শারদীয় উৎসবের প্রধান আয়োজন অনুষ্ঠিত হবে কুমারী পুজা। সকাল সাড়ে দশটায় আনুষ্ঠানিকতা শেষে কুমারী পুজা অনুষ্ঠিত হবে বলে জানান কমিটির সাধারন সম্পাদক সুমন বণিক।

আর প্রবাহমান কালের গতিতে ও ঋতুচক্রের আর্বতে প্রতিবছরের ন্যায় এবারো শরৎ এসেছে আগমনী বার্তা নিয়ে । আসুরিক শক্তি যখন মানবিক শক্তিকে পদদলিত করে.তখনই সর্ব শক্তিমান বিশ্ব স্রষ্টা আর্বিভূত হন ঈশ্বও রূপিণী মা দূর্গা রূপে।সেই ধরা ধামে সন্তানেরা কাছে পেয়ে হয়ে যায় আত্মহারা ।

সবার কন্ঠে ধ্বনিত হয় “যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা,নমস্তস্যৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ নমোঃ নমোঃ”। মাতৃ পূজার এই আযোজনকে ঘীরে ধামরাইয়ের সকল পূজারীরা দেশ ও জাতির মঙ্গল কামনায় পূজায় ব্রতি হয়েছেন।

সকাল থেকেই ব্যাপক উৎসাহ উদ্দিপনায় শুরু হয়েছে শারদীয়া উৎসবের প্রধান আয়োজন দূগা পূজা ।

দীপক চন্দ্র পাল ধামরাই বকুল তলা বাসুদেব মন্দির কমিটির আয়োজিত শারদীয় উৎসবের প্রধান আয়োজন অনুষ্ঠিত হবে কুমারী পুজা

(ডিসিপি/এএস/অক্টোবর ২১, ২০২৩)