মোঃ জসিম উদ্দিন জুয়েল, টঙ্গী : শুক্রবার রাতে টঙ্গীর সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনদের সাথে মতবিনিময় করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি। টঙ্গীতে সংস্কৃতি চর্চার ক্ষেত্রে প্রতিবন্ধকতা ও সংকট নিরসনে করণীয় নির্ধারণের লক্ষে টংগী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ প্রাঙ্গনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সম্মিলিত সাংস্কৃতিক জোট' টঙ্গী শাখার সভাপতি এড. শওকত আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক সৈয়দ আতিকের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, ৫৪ নং ওয়ার্ড কাউন্সিলর বিল্লাল হোসেন মোল্লা, অধ্যক্ষ আলাউদ্দিন মিয়া, শেকানুল ইসলাম শাহী, নিজাম উদ্দীন, মাধব আচার্য, প্রদীপ অধিকারী, মিজানুর রহমান মঞ্জু, এম এ মালেক, জহিরুল আলম বাধন, তামান্না ইসলাম, এইচ এম ফারুক, শাহজাহান শোভন ও শাহ আলম সজল। অনুষ্ঠানে বক্তারা টঙ্গীতে সংস্কৃতি চর্চায় নানা সমস্যার কথা তুলে ধরেন। যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি স্বল্প সময়ের মধ্যে সমস্যাগুলো নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

উক্ত সভায় টঙ্গীর বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ প্রায় চার শতাধিক সাংস্কৃতিক কর্মী অংশগ্রহণ করেন।

(জেইউজে/এএস/অক্টোবর ২১, ২০২৩)