মোঃ জসিম উদ্দিন জুয়েল, টঙ্গী : গতকাল রবিবার গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার মোঃ মাহবুব আলম বিপিএম, পিপিএম (বার) টঙ্গী পূর্ব, পশ্চিম এবং পুবাইল থানা এলাকার পূজা মন্ডপগুলো পরিদর্শন করেন। এসময় তিনি সকলকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান। 

অপরাধ (দক্ষিণ) বিভাগের টঙ্গী পূর্ব/পশ্চিম এবং পূবাইল থানা এলাকার পূজা মন্ডপ সমূহ পরিদর্শনকালে পুলিশ কমিশনার মোঃ মাহবুব আলম শারদীয় দূর্গা পূজার প্রতিটি মণ্ডপের নিরবচ্ছিন্ন নিরাপত্তা নিশ্চিত করা এবং অসাম্প্রদায়িক চেতনা সমুন্নত রাখার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন। তিনি পূজা মন্ডপ কমিটির প্রতিনিধিদের নিকট জিএমপি'র পক্ষ থেকে উপহার সামগ্রীও প্রদান করেন।
পূজা মন্ডপ পরিদর্শনকালে জিএমপি'র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ আহমার উজ্জামান সহ জিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পূজা মণ্ডপগুলোতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তাদের ফুলেল শুভেচছা জানানো হয়। সংক্ষিপ্ত আলোচনায় পুলিশ কমিশনার মাহবুব আলম বলেন, আমাদের দেশ মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সকল ধর্মাবলম্বীদের নিয়ে শান্তিপূর্ণ সহাবস্থানের দেশ। ঈদ, পূজা এবং বড়দিন আসলে ধর্ম বর্ণ নির্বিশেষে সবার মধ্যেই আনন্দ ছড়িয়ে যায়। আমদের কখনো কারো ধর্মকে ছোট করে দেখার সুযোগ নেই। সকল ধর্মের প্রতি আমরা শ্রদ্ধাশীল। আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ (সঃ) এর শেষ ভাষনে ছিল যে, "তোমরা ধর্ম নিয়ে বারাবারি করো না"। নবী করিম (সঃ) এর উম্মত হিসেবে এই নির্দেশনা মান্য করা আমাদের দায়িত্ব ও কর্তব্য। ধর্ম বর্ণ ভেদাভেদ ত্যাগ করে আমরা সকলে হাতে হাত রেখে আমাদের এই দেশকে অনেক সাফল্যের দিকে নিয়ে যেতে পারবো, ইনশাআল্লাহ।

এক প্রশ্নের জবাবে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ আলম বলেন, জিএমপি'র মান্যবর পুলিশ কমিশনার স্যারের দিকনির্দেশনা ও সার্বক্ষণিক পর্যবেক্ষণের অধীনে আমরা পূজাকে ঘিরে বাড়তি নিরাপত্তা পালনে নিরবচ্ছিন্ন কাজ করে যাচ্ছি। টঙ্গীতে প্রতিটি মণ্ডপে উৎসবমুখর পূজা অনুষ্ঠিত হচ্ছে।

(জেজি/এসপি/অক্টোবর ২৩, ২০২৩)