চাটমোহর (পাবনা) প্রতিনিধি : ট্রেনের ছাদে চড়ে ঢাকা থেকে খুলনা যাওয়ার পথে বুধবার ভোরে পাবনার ভাঙ্গুড়া উপজেলায় কৈডাঙ্গা রেলব্রিজের গার্ডারের ধাক্কায় ২ যাত্রী নিহত হয়েছেন।

নিহতদের মধ্যে লাবলু শেখ (২২) নামের একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি খুলনার দাকোপ উপজেলার পাড়চালনা এলাকার আবু বক্কার শেখের ছেলে।

ঈশ্বরদী রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) ইসমাইল হাওলাদার জানান, ঢাকা থেকে খুলনাগামী আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস ট্রেনের ছাদে কয়েকজন যাত্রী ছিলেন। ভোরে ট্রেনটি কৈডাঙ্গা রেলব্রিজ পার হওয়ার সময় গার্ডারের ধাক্কা খেয়ে দুই যাত্রী গুরুতর আহত হন। ট্রেনটি ঈশ্বরদী জংশন স্টেশনে থামার পর গুরুতর আহতাবস্থায় ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ঈশ্বরদী রেলওয়ে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

(এসএইচএম/এএস/নভেম্বর ০৫, ২০১৪)