দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামী মোবাশ্বের আলমের ফাঁসির রায় দিয়েছে আদালত। আজ বুধবার দিনাজপুরের নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক আখতার-উল আলম আজ বুধবার বিকেলে এই রায় ঘোষণা করেছেন।

আদালত সূত্রে জানা যায়, নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার আঙ্গরত গ্রামের সৈয়দ আমিরুল ইসলামের কন্যা তারতিলা বেগমের সাথে দিনাজপুরের বিরামপুর উপজেলার কঞ্চিগাড়ী গ্রামের আবু বক্কর সিদ্দিকের পুত্র মোবাশ্বের আলমের বিয়ে হয় ২০১০ সালে। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে মোবাশ্বের আলম তার স্ত্রী তারতিলা খানমকে নির্যাতন করতো। গত ২০১২ সালের ৩০ অক্টোবর তারতিলা খানমকে তার স্বামী গলা টিপে হত্যা করে।

এ বিষয়ে তারতিলা খানমের পিতা সৈয়দ আমিরুল ইসলাম বাদী হয়ে বিরামপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলার স্বাক্ষ্য প্রমান শেষে বিচারক বুধবার ওই রায় ঘোষণা করেন। ফাঁসির দণ্ডাদেশ প্রাপ্ত আখতারুল ইসলাম বিরামপুর উপজেলার গঙ্গাপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক।

(এটি/এএস/নভেম্বর ০৫, ২০১৪)