রাজন্য রুহানি, জামালপুর : পবিত্র আল আকসা মসজিদে ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলা ও ফিলিস্তিনে নির্বিচারে গণহত্যার প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ মিছিল ও সংহতি সমাবেশ করেছে ইত্তেফাকুল উলামা।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকালে জেলা শহরের ফুলবাড়িয়া ঈদগাহ মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বকুলতলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় সংহতি সমাবেশ।

সংহতি সমাবেশে বক্তব্য রাখেন জামালপুর পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু, ইত্তেফাকুল উলামা জেলা শাখার সভাপতি মুফতি সামসুদ্দিন, সহসভাপতি মুফতি মনিরুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, ফিলিস্তিনিদের উপর যে হামলা চালাচ্ছে তা অবিলম্বে বন্ধ করতে হবে। তারা হাসপাতালেও হামলা চালিয়ে নির্বিচারে মানুষ হত্যায় মেতে উঠেছে।

বক্তারা তীব্র নিন্দা জানিয়ে বলেন, আমাদের দেশের প্রধানমন্ত্রী ইতোমধ্যে ফিলিস্তিনিদের সমর্থন জানিয়ে রাষ্ট্রীয় শোক পালন করেছেন এজন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই।

তারা আরও বলেন, ইসরায়েলের কোনো পণ্য আমরা কিনবোনা। মুসলমানদের কাছে তাদের সবকিছু বয়কট করারও আহ্বান জানাই।

প্রতিবাদ সমাবেশ শেষে সেখানে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন জামালপুর বড় মসজিদের খতিব মুফতি আব্দুল্লাহ।

(আরআর/এএস/অক্টোবর ২৬, ২০২৩)