স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ১৫ আগস্টের হত্যাকাণ্ড এবং ৩ নভেম্বর জেলহত্যার প্রধান বেনিফিশিয়ারি স্বৈরশাসক জিয়াউর রহমান। তার দিকনির্দেশনা, পরিকল্পনা ও ষড়যন্ত্রেই ইতিহাসের দুটি নিষ্ঠুর হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল।

তিনি বলেন, একটা সময় দেশে একথা প্রচলিত ছিল যে, ফাঁসির আদেশের স্বাক্ষর ছাড়া জিয়া ব্রেকফাস্ট করতেন না।

বুধবার বিকেলে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সাংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘জেল হত্যা দিবস এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরে আসা নিয়ে বিএনপি নামক দলটি মিথ্যাচারে মেতে উঠেছে। তারা যাতে এই মিথ্যাচার করে দেশবাসীকে বিভ্রান্ত করতে না পারে। এ জন্য দেশবাসীকে সত্য জানাতেই এ সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।’

(ওএস/এটিআর/নভেম্বর ০৫, ২০১৪)