চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুরের হাইমচর মেঘনা নদীতে নিষিদ্ধ সময়ে জেলেদের আহরিত প্রায় ৩০০ কেজি মা ইলিশ জব্দ করেছে নীলকমল নৌ ফাঁড়ি পুলিশ। এসময় মাছ বহনকরা ট্রলারসহ স্বপন (৩৮) নামে একজনকে আটক করা হয়েছে।

আজ শনিবার চরভৈরবী এলাকা থেকে ট্রলারে করে মা ইলিশ নিয়ে যাবার সময় নৌ পুলিশ তা জব্দ করতে সক্ষম হয়।

হাইমচর নীলকমল নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর জাহাঙ্গীর হোসেন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, নদীতে টহলে থাকা অবস্থায় বরিশালের হিজলা থেকে হাইমচরগামী একটি ট্রলার থামাতে বললে ৪ আরোহীর ৩জন ঝাঁপ দিয়ে পালিয়ে গেলেও একজনকে আমরা মাছসহ পাই এবং ট্রলার জব্দ করে নিয়ে আসি।

তিনি আরো বলেন, নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার (এসপি) কামরুজ্জামানের নির্দেশে জব্দ তালিকা করে মামলা রুজু ও আটক ব্যক্তিকে আদালতে প্রেরণ করা হবে। জব্দ মাছগুলো আলামত হিসেবে স্থানীয়ভাবে সংরক্ষণ করে রাখা হয়েছে।

(ইউএইচ/এসপি/অক্টোবর ২৮, ২০২৩)