বড়লেখা প্রতিনিধি : উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক হামিদুর রহমান শিপলু বলেছেন, একটি লাল চিঠি ঢাকা কেন্দ্রীয় কারাগারে পৌঁছার অপেক্ষায় আজ সারা জাতি অধীর আগ্রহে বসে আছে। চিঠিটি হচ্ছে জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল ৭১’এর আলবদর বাহীনির প্রধান সংগঠক কামান্ডার কামারুজ্জামানের মৃত্যুদন্ডের। রাজাকারের একটি রায় কার্যকর মানে জাতির জন্য স্বস্তির কারন। তাই দ্রুত আলবদর নেতা কামারুজ্জামানের মৃত্যুদন্ড কার্যকর করার দাবী জানান।

বুধবার দুপুরে জামায়াতের ডাকা হরতালের প্রতিবাদে কলেজ ছাত্রলীগের অয়োজনে হরতাল বিরোধী মিছিল পরবর্তী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

হামিদুর রহমান শিপলু আরো বলেন, যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধী অপরাধীর রায় কার্যকরের মাধ্যমে দেশকে অভিশাপমুক্ত করা হউক। বাংলার মাটিতে তাদের আরা কোন ঠাঁই হবে না।

বড়লেখা ডিগ্রি কলেজ ছাত্রলীগের অয়োজনে হরতাল বিরোধী মিছিলটি পৌর শহরের প্রদান প্রদান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল পরবর্তী স্থানীয় কার্যালয়ের সামনে পথসভায় বড়লেখা ডিগ্রি কলেজ ছাত্রলীগ সভাপতি ইমরান হোসেনের সভাপতিত্বে ও সম্পাদক আব্দুর রব বাবুর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাত্রলীগের সাবেক আহবায়ক হামিদুর রহমান শিপলু।

অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক সালেহ আহমদ জুয়েল, কামাল হোসেন, পৌর ছাত্রলীগের সাবেক আহবায়ক হারুনউর রশীদ বাদশা, উপজেলা ছাত্রলীগ সভাপতি তানিমুল ইসলাম তানিম, সম্পাদক সাইদুল ইসলাম, যুগ্ম সম্পাদক ফরহাদ আহমদ, হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম তারেক, পৌর ছাত্রলীগ সভাপতি ছিদ্রাতুল কাদের আবির।

(ওএস/এটিঅার/নভেম্বর ০৫, ২০১৪)