রবিউল ইসলাম, গাইবান্ধা : বিএনপির ডাকা হরতালে পিকেটিং করার সময় গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল ও জেলা যুবদলের সভাপতি রাকিব হাসান চৌধুরী এবং সাদুল্লাপুর উপজেলা বিএনপির আহবায়ক ছামছুল হাসান ছামছুলসহ ৬ নেতাকে আটক করেছে পুলিশ।

রবিবার (২৯ অক্টোবর) সকাল ১০ টার দিকে গাইবান্ধা শহরের কাচারী বাজার এলাকা থেকে ৫ জন ও সাদুল্লাপুরের কাজিবাড়ি সন্তোলা থেকে ১ জনকে আটক করা হয়।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, সকালে কাচারী বাজার এলাকায় বিএনপির ডাকা হরতালে তারা পিকেটিং করছিল। এ সময় ৫ জনকে আটক করা হয়।

তিনি আরও জানান, হরতালে শহরের নিরাপত্তায় অতিরিক্ত পুলিশি টহল বাড়ানো হয়েছে। কেউ জনসাধারণের চলাচলে ভিন্ন ঘটালে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

সাদুল্লাপুর থানা পুলিশ জানায়, আজ দুপুরের দিকে সাদুল্লাপুর উপজেলা বিএনপির আহবায়ক ছামছুল হাসান ছামছুলকে তার বাড়ি কাজিবাড়ি সন্তোলা থেকে আটক করা হয়েছে।
এদিকে হরতালের কোন প্রভাব পরেনি গাইবান্ধায়,সকাল থেকে দুরপাল্লার বাস চলাচল বন্ধ থাকলেও স্থানীয় গণপরিবহনে অফিস আদালতে যাতায়াত করেছে মানুষ।সাত উপজেলাতেই দোকানপাট খোলাসহ স্বাভাবিক ছিল জীবনযাত্রা।হরতালের বিপক্ষে উপজেলাগুলোতে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো।

(আরআই/এসপি/অক্টোবর ২৯, ২০২৩)