সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার দেবহাটায় পুলিশের সাথে সংঘর্ষে এক জামায়াত কর্মী গুলিবিদ্ধ হয়েছে। বৃহস্পতিবার ভোর চারটার দিকে সাতক্ষীরার দেবহাটা উপজেলার সুশীলগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় জামায়াত শিবিরের ছোঁড়া ককটেলে এক পুলিশ সদস্য জখম হয়েছে।গুলিবিদ্ধ জামায়াত কর্মীর নাম ফারুক হোসেন (৪৮)। তিনি দেবহাটা উপজেলার দক্ষিণ পারুলিয়া গ্রামের মান্দার মোল্লার ছেলে।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী জালালউদ্দিন জানান, জামায়াত শিবিরের একটি চক্র নাশকতা সৃষ্টির জন্য সুশীলগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের আমবাগানে সমবেত হয়েছে মর্মে তিনি খবর পান। এরই ভিত্তিতে পুলিশ বৃহস্পতিবার ভোর চারটার দিকে সেখানে অভিযান চালায়। এ সময় জামায়াত শিবিরের লোকজন পুলিশকে লক্ষ্য করে ৫/৬ টি ককটেল ছোঁড়ে। এ সময় পুলিশ পাল্টা ছয় রাউন্ড গুলি ছোঁড়ে। এসময় জামায়াত কর্মী ফারুক হোসেন গুলিবিদ্ধ হয়। ককটেলের স্প্রিন্টার লেগে আহত হয় সিপাহী গৌতম সাহা (৪৫)। সহিংসতার ঘটনায় তিনটি মামলার আসামী গুলিবিদ্ধ ফারুক হোসেনকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত পুলিশ সদস্য গৌতম সাহাকে সখীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সদর হাসপাতালের চিকিৎসক ডাঃ হাসানুজ্জামান জানান, ফারুক হোসেনের বাম পায়ের গোড়ালির কাছে লাগা গুলি অস্ত্রপাচার করে বের করা হবে।

এদিকে সদর হাসপাতালে চিকিৎসাধীন ফারুক হোসেন জানান, তাকে বুধবার বিকেল ৫টার দিকে তার বাড়ি থেকে পুলিশ আটক করে। বৃহস্পতিবার ভোরে সুশীলগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে নিয়ে এসে পুলিশ তার বাম বায়ের গোড়ালির উপরে গুলি করে জখম করে।

(আরকে/অ/মে ০১, ২০১৪)