মোঃ শান্ত, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের আড়াইহাজারে দুই পুলিশ সদস্যকে কুপিয়ে জখম করেছেন অবরোধকারীরা। মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ৮ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের পাঁচরুখী এলাকায় পুলিশ-বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় বিক্ষুব্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণে করতে গেলে (এএসআই মতিন) ও (কনস্টেবল হুমায়ুন) নামে ২ পুলিশ সদস্যকে জখম করা হয়। এ সময় আরও অন্তত ২০ জন আহত হয়েছে বলে জানা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার পাঁচরুখী এলাকায় বিএনপি নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে মহাসড়ক অবরোধ ও মিছিল করে।

এ সময় বিএনপির সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা মিছিল বের করলে দুপক্ষের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়া ও সংঘর্ষ হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে বিএনপি নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করলে ত্রিমুখী সংঘর্ষ শুরু হয়। এ সময় একটি বিআরটিসি বাসসহ দুটি বাস ভাঙচুর করে অবরোধকারীরা। সংঘর্ষে দুই পুলিশ সদস্যকে কুপিয়ে জখম করা হয়। এ সময় অন্তত ২০ জন আহত হয়েছেন।

পরে টিয়ারশেল ও রবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। জখমকৃত পুলিশ সদস্যদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসান উল্লাহ জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। সংঘর্ষে আহত পুলিশদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

উক্ত ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।

(এমএস/এএস/অক্টোবর ৩১, ২০২৩)