সোহেল সাশ্রু, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের ভৈরবে বিশেষ পরিচ্ছন্ন কার্যক্রম ও মশক নিধন অভিযান ডেঙ্গু প্রতিরোধ সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। গত সোমবার বিকালে ভৈরব শহরের বঙ্গবন্ধু সরণি এলাকায় ফগার মেশিন দিয়ে মশা নিধনের ঔষধ ছিটিয়ে এ কার্যক্রম উদ্বোধন করেন পৌর মেয়র আলহাজ্ব মো. ইফতেখার হোসেন বেনু। 

এ সময় উপস্থিত ছিলেন, পৌর নির্বাহী প্রকৌশলী বাদশা আলমগীর, পৌর নির্বাহী কর্মকর্তা মো. ফারুক, সহকারী প্রকৌশলী মো. শাহজাহান মিয়া, নিরাপদ খাদ্য পরিদর্শক নাছিমা বেগম, কর আদায়কারী শাহনোয়াজ আহমেদ ও কঞ্জারভেন্সী সুপার ভাইজার মো. রফিকুল ইসলামসহ পৌরসভার বিভিন্ন দপ্তরে কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

ভৈরব পৌরসভার স্বাস্থ্য বিভাগ থেকে জানা যায়, সোমবার ভৈরব পৌর শহরের ডেঙ্গু, চিকনগুণিয়াসহ মশাবাহিত রোগ প্রতিরোধে ২৯ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত পরিচ্ছন্নতা সপ্তাহ ২০২৩ উপলক্ষ্যে মশা নিধন এবং বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। ভৈরব পৌরসভার ১২টি ওয়ার্ডে ৭টি ফগার মেশিন এবং ২টি পাওয়ার স্প্রে মেশিন দিয়ে যথাক্রমে এডালটি সাইড (প্রাপ্ত বয়স্ক মশা) এবং লারভিসাইড (মশক ডিম) নিধনের কার্যক্রম জোরদার করা হয়েছে। পৌরসভার ১০২ জন পরিচ্ছন্ন কর্মী দ্বারা যেখানে ডেঙ্গু ভাইরাস বাহিত এডিস মশা ডিম পারে এবং বংশ বিস্তার করে এই সকল জায়গাগুলো চিহ্নিত করে পরিষ্কার পরিচ্ছন্নতা করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এ ব্যাপারে পৌর মেয়র আলহাজ্ব মো. ইফতেখার হোসেন বেনু বলেন, সারা দেশের বিভিন্ন জায়গার তুলনায় ভৈরবে ডেঙ্গুর মহামারি কম। প্রতিদিনই পৌরসভার পক্ষ থেকে পরিচ্ছন্ন কর্মীরা মশা নিধন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সরকার ঘোষিত বিশেষ সপ্তাহ হিসেবে ২৯ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত এই কার্যক্রম চলবে। তিনি আরো বলেন, ভৈরববাসীকেও সচেতন হতে হবে। যত্রতত্র ময়লা ফেলা যাবে না। বাড়ির আঙ্গিনা পরিস্কার রাখতে হবে। নির্দিষ্ট স্থানে ময়লা ফেলতে হবে। পৌরসভার পক্ষ থেকে নেয়া যে কোন কার্যক্রমে ভৈরববাসীর সহযোগীতা কামনা করেন তিনি।

(এসএস/এসপি/অক্টোবর ৩১, ২০২৩)